Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ভলান্টিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৪
বিস্তারিত

অদ্য ১৮/১১/২০২৪খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভাগীয় সদর দপ্তর, আগ্রাবাদ, চট্টগ্রামে ভলান্টিয়ার পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এমডি আব্দুল মালেক, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রাজজাক, জনাব মুহাম্মদ আবদুল্লাহ এবং জনাব মোঃ আব্দুল্লাহ হারুন পাশা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মন্নান। উপস্থিত সকল ভলান্টিয়ারদের সাথে মতবিনিময় সভা শেষে বিভাগীয় গাড়ী-পাম্প ও সাজ-সরঞ্জামাদি প্রদর্শনসহ বাস্তব অনুশীলন করা হয়। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য ভলান্টিয়ারগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম এর ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এই ধরণের কর্মসূচি স্টেশন পর্যায়েও আয়োজনের জন্য আহ্বান জানান। যার মাধ্যমে ভলান্টিয়ারদের সাথে আন্তঃযোগাযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।